বর্তমান সময় প্রযুক্তিগত উন্নয়নের সময়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রযুক্তি তথা কম্পিউটারের ব্যবহার করছি। শুধু তাই নয়, আমাদের সকল কিছুতেই প্রত্যক্ষ্য কিংবা পরোক্ষ্যভাবে প্রযুক্তির উপর নির্ভর করছি। সে জন্য আমাদের উচিত প্রযুক্তিগত শিক্ষায় নিজেকে শিক্ষিত করে হাতে কলমে যোগ্যতা অর্জন করা।
প্রযুক্তির বেশিরভাগই কম্পিউটার নির্ভর। কম্পিউটারের উপর যোগ্যতা তৈরীর মাধ্যমেই সম্ভব প্রতিযোগিতায় টিকে থাকা। সেই সকল চাহিদা এবং প্রয়োজনকে সামনে রেখেই আমরা কম্পিউটার ভিত্তিক কিছু কোর্স তৈরী করেছি।
কম্পিউটার ট্রেনিং কোর্স
》 অফিস ম্যানেজমেন্ট কোর্স
》 কম্পিউটার অপারেটিং কোর্স
》 টাইপিং কোর্স
》 ইন্টারনেট কোর্স
》 গ্রাফিক্স ডিজাইন কোর্স
》 স্টুডিও ম্যানেজমেন্ট এন্ড ফটোগ্রাফিক্স কোর্স
প্রতিটি কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা
》অফিস ম্যানেজমেন্ট কোর্স
যারা কোন প্রতিষ্ঠান কিংবা অফিসে কম্পিউটার রিলেটেড কোন কাজের সাথে জড়িত তাদের জন্য এই কোর্সটি প্রয়োজন। এই কোর্সের মাধ্যমে অফিসিয়ার যাবতীয় কাজ যেমন ডকুমেন্ট তৈরী, সাধারণ হিসাব তৈরী, প্রেজেন্টেশন তৈরী, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি কাজ সম্পুর্ণরুপে করতে পারবে।
এই কোর্সে যা যা শেখানো হবেঃ
》বেসিক কম্পিউটার 》 কম্পিউটারের উপর সাধারণ ধারনা
》টাইপিং 》 টাইপ করার যাবতীয় নিয়ম
》এম.এস.ওয়ার্ড 》 ডকুমেন্টে কাজ করার নিয়ম
》এম.এস.এক্সেল 》 হিসাব এর যাবতীয় কাজ
》এম.এস.পাওয়ারপয়েন্ট 》 প্রেজেন্টেশন তৈরী
》বেসিক ইন্টারনেট 》 ইন্টারনেট, ইমেইল, ব্রাউজিং, ইউটিউব
বেসিক কম্পিউটার 》 কম্পিউটারের উপর সাধারণ ধারনা
টাইপিং 》 টাইপ করার যাবতীয় নিয়ম
এম.এস.ওয়ার্ড 》 ডকুমেন্টে কাজ করার নিয়ম
এম.এস.এক্সেল 》 হিসাব এর যাবতীয় কাজ
এম.এস.পাওয়ারপয়েন্ট 》 প্রেজেন্টেশন তৈরী
বেসিক ইন্টারনেট 》 ইন্টারনেট, ইমেইল, ব্রাউজিং, ইউটিউব
এম.এস.পাওয়ারপয়েন্ট 》 প্রেজেন্টেশন তৈরী
বেসিক ইন্টারনেট 》 ইন্টারনেট, ইমেইল, ব্রাউজিং, ইউটিউব