এস.এস.সি পাশ করে সাইমন ঢাকায় এসেছে ভালো কলেজে ভর্তির জন্য কোচিং করবে বলে। ফার্মগেটের একটা নামকরা প্রতিষ্ঠানে কোচিং এ ভর্তি হলো। যথারীতি ক্লাশ শুরু হলো।
কয়েকদিন ক্লাশ করার পর সাইমন দেখলো সে ক্লাশে স্যারের দেয়া ল্যাকচারগুলো ঠিক মতো ধরতে পারছে না। না, কানে সে কম শোনে না। কিংবা ছাত্র হিসেবে সে খারাপ নয়। তবে কি কারনে যেনো স্যারের গুরুত্বপুর্ণ কথাগুলো সে বুঝতে পারছেনা।
অনেক চিন্তা ভাবনা করে শেষে সাইমন ধরতে পারলো সমস্যাটা কোথায়। আসলে ক্লাসে স্যার ল্যাকচারে অনেক ইংরেজী শব্দ ব্যবহার করে যা সাইমান ধরতে পারে না। শুধু স্যার নয় ছাত্র/ছাত্রীরাও তাদের কথায় কিংবা ক্লাশে অসংখ্য ইংরেজী শব্দ ব্যবহার করে।
সাইমন যে পরিবেশ থেকে এসেছে সেখানে ইংরেজী চর্চার সুযোগ কম। শুধু মাত্র পরীক্ষা পাশের জন্য গদবাধা কিছু পড়া ছাড়া সেখানে ইংরেজী মানুষ ব্যবহারই করে না। যার ফলে সাধারণ কথাগুলো মাঝে কোন ইংরেজী শব্দ ব্যবহার হয়না।
সাইমনের লজ্জা পায় যখন তার সহপাঠীদের সাথে একসাথে কথা বলে। কারন সে লক্ষ করেছে তাদের মধ্যে প্রায় সবাই কথার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইংরেজী ব্যবহার করে, যার ফলে তাদের কথা বলার স্টাইল এবং মান অনেক বেড়ে যায়। বাংলা যে সুন্দর ভাষা নয় তা নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আমাদেরকে ইংরেজী জানতেই হয়। কারণ হাইস্কুল লেবেল পার হবার পরই আমাদের বই পুস্তকগুলো বিশেষ করে রেফারেন্স বইগুলো বেশিরভাগ ইংরেজীতেই হয়ে থাকে। একজন মানুষ যখন ইংরেজীতে এক্সপার্ট না হয় তখন তাকে ঐসব উচ্চমানের এবং উচ্চ শব্দ ব্যবহৃত বইগুলো পড়তে এবং বুঝতে কষ্ট হয়, যা ঐ সময় তার শিক্ষা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সাইমনের পর্যায়ে গিয়ে নতুন করে আবার ইংরেজী শেখা অনেকটাই অসম্ভব হয়ে উঠে। কারণ সে সময় ক্লাশ পড়ার চাপ এতো বেশি থাকে যে নতুন করে আবার ইংরেজী শেখার প্রতি এনার্জি থাকে না।
সাইমনের অবস্থার মতো আরো অনেক অবস্থা আছে যেখানে আমাদের ইংরেজীর বেসিক জ্ঞান গুলো ভালো ভাবে না থাকার কারনে সমস্যায় পরতে হয়। যেমন-
- চাকুরীতে ইন্টারভিয়্যুর সময়
- বিদেশ গিয়ে কাজ করার সময়
- মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সময়
- দেশের বাইরে কারো সাথে যোগাযোগ করার সময়
- বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময়
- ব্যক্তিগত রিলেশন ধরে রাখার সময়
- ইংরেজী ভার্সনের বই পড়ার সময়
- হলিউড কিংবা ইংরেজী মুভি দেখার সময়
আরো অনেক ক্ষেত্রেই আমরা এর অভাব ফিল করি। আর এর জন্য দায়ী শুধু আমরা নিজেরা নই, সাথে আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা এবং সর্বপরি সামাজিক দায়হীনতা।
আমাদের Easy English Course এ কি থাকছে
একাডেমীক নিয়মঃ
- প্রতিষ্ঠানের নিয়ম সম্পর্কে অবহিত করা-
- প্রতিটি ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা
- যে সময় ক্লাস তার ৫ মিনিটের মধ্যে ক্লাসে উপস্থিত থাকা
- ক্লাসে মনোযাগ দেয়া
- পরীক্ষায় আগ্রহের সাথে উপস্থিত থাকা ও পরীক্ষা দেয়া
- কোন সমস্যা হলে শিক্ষককে অবহিত করা
- কোন কারনে ক্লাসে আসতে অপারগ হলে আগেই ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানকে জানানো
রিলাক্স আনাঃ
"আমিও পারি"- এ বিশ্বাস ছাত্রদের মধ্যে তৈরী করা- কিছু ব্যর্থতার গল্প, কিছু সমস্যা, কিছু অসুবিধা, নিজের অপ্রতিকুল অবস্থা বর্ণনা
ইংরেজীর গুরুত্বঃ
- ইংরেজী শিক্ষার গুরুত্ব কি কি
- ইংরেজী জানা না থাকলে কি হয়, জানা থাকলে কি হয়
- কোন কোন ক্ষেত্রে ইংরেজী জানা বাধ্যতামুলক
- শিক্ষা ক্ষেত্রে কেনো আমাদেরকে ভালোকরে ইংরেজী সেখা উচিত
সিলেবাস আলোচনাঃ
০১. বর্ণমালা পরিচয় (Letter)- ছোট বর্ণ, বড় বর্ণ (Capital & Small Letter), বর্ণের প্রকার- স্বরবর্ণ ও ব্যঞ্চনবর্ণ (Vowel & Consonant)
০৩. শব্দ (Word)- ইংরেজীতে শব্দ তৈরীর নিয়ম-
০৪. আর্টিক্যাল (Article)- আর্টিক্যাল এর ব্যবহার- (Definite & Indefinite Article)
০৫. বাক্য (Sentence), বাক্যের প্রকার (Subject & Predicate), বাক্য তৈরী
০৬. বিভিন্ন প্রকার বাক্য তৈরী এবং এদের ব্যবহার
০৭. ক্রীয়ার কাল (Tense)- কালের ব্যবহার
০৮. শব্দ ও অর্থ (Vocabulary), ৫০০ কমন শব্দ ও এর অর্থ জানা
০৯. সাধারণ বাক্য তৈরী, ২০০ কমন বাক্য তৈরী এবং আলোচনা।
১০. শব্দ উচ্চারন, কথা বলার ক্ষেত্রে শব্দের ব্যবহার, ৫০০ শব্দের উচ্চারন
১১. ইংরেজী ব্যাকরনের অন্যান্য টুকিটাকি আলোচনা
১২. চুড়ান্ত পরীক্ষা
ক্লাস পযার্লোচনাঃ
- ছাত্রদের কাছ থেকে আজকের ক্লাসের উপর ফিডব্যাক নেয়া
- ক্লাসটা তাদের কেমন লেগেছে
- ক্লাসটা তাদেরকে কতটুকু সহযোগিতা করবে বলে মনে করে
- মৌখিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যেগুলো ছাত্ররা দিতে পারবে
- আগামী ক্লাস কেনো জরুরি তা ছাত্রদেরকে বোঝানো
- আগামী ক্লাসের তারিখ ও সময় এবং ক্লাসে কি কি নিয়ে আসতে হবে তা জানানো
প্রশ্ন ০১. আজ কত তারিখ ও কি বার (বাংলায়)
প্রশ্ন ০২. আজ ক্লাসটা তোমার কেমন লেগেছে?
প্রশ্ন ০৩. তোমার কি মনে হয় ইংরেজী কোর্সটা করা উচিত?
প্রশ্ন ০৪. তুমি কি প্রতিটি ক্লাসে নিয়মিত আসবে?
প্রশ্ন ০৫. এখন থেকে প্রতিদিন কতঘন্টা ইংরেজী চর্চা করবে?
প্রশ্ন ০৬. আগামী ক্লাসে তুমি কি উপস্থিত হতে চাও?
প্রশ্ন ০৭. তোমার নাম লেখ (বাংলায়)
প্রশ্ন ০৮. তোমার নাম লেখ (ইংরেজীতে)
প্রশ্ন ০৯. বাংলা থেকে ইংরেজী কর ( বাবা, মা, বোন )
প্রশ্ন ১০. ইংরেজী থেকে বাংলা কর ( Cow, Man, Brother )