মুল বই বনাম গাইড বই

সমিরন লোকের বাড়িতে ছুটা বুয়ার কাজ করে। ভোর থেকে কাজ শুরু করে সারা দিনে মোট ৫-৬ টা বাসায় কাজ করে। মাস শেষে সব মিলিয়ে ৪ হাজার টাকা পায়। সংসারে পংগু স্বামী আর ২টি মেয়ে আছে তার। রিক্সা চালক স্বামী গত কবছর আগে এক্সিডেন্ট করে বাসায় বসেগেছে। ভিক্ষা ছাড়া আর কোন পথ নেই তার। কিন্তু ভিক্ষা পর্যন্ত নামা তার পক্ষে সম্ভব নয় বলে একেবারে অথর্ব্য হয়ে ঘরে পরে আছে।

ছোট মেয়েটার বয়স ৫ বছর, আর বড় মেয়েটার বয়স ১১। সমিরন তার জীবনের যে কাজটার জন্য খুব বেশি খুশি এবং সুখি তা হলো বড় মেয়ে আমেনাকে স্কুলে পড়তে দেয়া। যতবার বইখাতা নিয়ে তার মেয়েকে দেখে ততবারই তার বুকটা সুখে ভরে উঠে। স্বপ্নে জাগরনে সমিরন তার মেয়ের এপ্রোন পড়া গলায় টেথিস্কোপ ঝুলানো ছবিটা দেখতে পায়। তার মেয়ে একদিন ডাক্তার হবে। তার সব দু:খ ঘুচিয়ে দিবে তার শিক্ষিত মেয়ে আমেনা।


@templatesyard