বই পড়া হোক জীবনের অংশ

আমাদের জীবনে শুরু থেকে শেষ অবধি আমরা বিভিন্ন উপায়ে/ভাবে জ্ঞান অর্জন করি। এ অর্জনের মাধ্যমগুলোও বিভিন্ন রকম।

এর মধ্যে বই পড়া একটা অন্যতম মাধ্যম। বিশেষ করে কাগুজে বইয়ের পাতা থেকে পড়তে আমাদের বেশি ভালো লাগে। যদিও বর্তমানে উন্নত প্রযুক্তির কল্যানে মোবাইলের ছোট্ট স্ক্রীনে কিংবা ট্যাব-ল্যাপটপের ডিসপ্লেতে সহজেই পিডিএফ বই পড়তে পাই তারপরো কাগকের পাতা উল্টিয়ে পড়ার মজাই আলাদা।
মুল কথা হলো 'বই পড়া'। বলা হয়ে থাকে "বইকে যে বন্ধু হিসেবে নিতে পেরেছে তার শত্রু নিতান্তই কম"। আপনি যা কিছু নিয়েই পরে থাকবেন সে কিছুটার কিছু সাইড এফেক্ট আসতেই পারে, কিন্তু বই নিয়ে পরে থাকলে তাতে আপনার নেগেটিভ এফেক্ট আসার সম্ভাবনা নেই বললেই চলে।

তাই আমি মনে করি আমাদের সবারি নিয়ম করে হোক আর অনিয়ম করে হোক প্রতিদিন বই পড়া উচিত। আর বই অর্থাৎ Bookটা যেনো Facebook না হয়। কারন সব বইকে বই বলে চালানো যায় না।

বই পড়ার জন্য প্রয়োজন একটা সময়োপযোগী সিলেবাস বা বইয়ের লিস্ট৷ কোন বইগুলো আমার জন্য আমার জন্য উপযোগী সেটা সিলেকশন করাটা করুরি। এ কাজে আপনি শিক্ষিত অথচ জ্ঞানি কয়েক জনের সাহায্য নিতে পারেন। তাদের কাছে লিস্ট চাইতে পারেন। সে লিস্টগুলো একত্র করে নিজের মতো কুয়েরি চালান। দেখবেন আপনার জন্য যোগ্য এবং প্রয়োজনীয় একটা সিলেবাস/লিস্ট আপনি পেয়ে যাবেন।

এবার আপনি সিলেবাসটাকে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। যেমন-
  • ধর্মীয় ক্যাটাগরি
  • একাডেমিক ক্যাটাগরি
  • ব্যাক্তিগত ক্যাটাগরি
  • কর্মক্ষেত্র ক্যাটাগরি
  • বিনোদন ক্যাটাগরি
  • আত্মীক ক্যাটাগরি

ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার লিস্ট সাজান। কোন ক্যাটাগরি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ সে হিসেবে সিরিয়াল করুন। এরপর আপনার কাজ শুরু। ক্যাটাগরি অনুসারে বইগুলো নির্ধারণ করা হয়ে গেলে আপনি পড়া শুরু করু।

আসুন আমরা বিভিন ক্যাটাগরির বই সম্পর্কে কিছু জানার চেস্টা করি।

প্রথম ক্যাটাগরি : ধর্মীয়
  • আল কোরআন
  • হাদিস গ্রন্থ
  • সাহাবিদের জীবন কথা
  • মনিষীদের জীবন
  • স্কলারদের আলোচনা

এডিট চলছে......

@templatesyard